সারাদেশের মানুষের মধ্যে ডেঙ্গু জ্বরের আতঙ্ক খোদ নির্বাচন কমিশনে (ইসি) ছড়িয়ে পড়েছে। এ জন্য বৈঠকও ডেকেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি কর্মকর্তা থেকে শুরু করে তাদের পরিবারের অনেকে ডেঙ্গু জ্বরের আক্রান্ত হয়েছেন গত এক সপ্তাহে।
ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে করণীয় বিষয়ক সভাটি আজ সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ইসি ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসি সচিব মো. আলমগীর। বৈঠকে ইসি কমিশনাররা সচেতনতা বক্তব্য রাখেন।
জানা যায়, ২০১৭ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হওয়া সংলাপে আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে কমপক্ষে ৮ জন চিকুনগুনিয়া আক্রান্ত ছিলেন। এজন্য ওই বছরের জুলাইয়ের শেষে অনুষ্ঠিত ইসির ডাকা বৈঠকে অংশ নিতে পারেননি তারা।