গেল দু’ দশক ধরে আতঙ্ক ছড়ানো ডেঙ্গু প্রতিরোধে দেশ ব্যর্থ হয়েছে মন্তব্য করে চিকিৎসকরা বলছেন, ঢাকার দুই মেয়রের ব্যর্থতা ও স্থানীয় সরকারের গাফিলতির কারণেই এবারের প্রাদুর্ভাব ঠেকানো যায়নি।
শুক্রবার (২ আগস্ট) তোপথানা রোডে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের আয়োজনে এক সেমিনারে এসব কথা বলেন চিকিৎসকরা।
আরেকজন চিকিৎসক বলেন, মানুষকে আইওয়াশ করার জন্য ছিটিয়েছে। এতে করের টাকা যেমন নষ্ট করেছে তারা এবং ডেঙ্গুর বিস্তারও ঘটেছে।