ঢাকা আসছেন ম্যারাডোনা-রোনালদিনহো
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো ঢাকা আসছেন দেশের ফুটবল পাড়ায় কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।
জানা গেছে, প্রিমিয়ার লীগের আগামী মৌসুমে বড় চমক দেখাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এর আগে রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার হয়ে মাঠ মাতানো ডেনিয়েল কলিন্দ্রেসকে এনে চমক দিয়েছিল দলটি। এবার আরও চমক বাড়াতে এ উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
এ নিয়ে দলটির প্রেসিডেন্ট ইমরুল হাসান গণমাধ্যমকে বলেন, আমরা এজেন্টের মাধ্যমে দু’জনের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করেছি। কিন্তু সমস্যা হচ্ছে টাইমিং। আমরা জানি না কবে আমাদের খেলা। যাকে আনবো তার টাইমিং মিললেই তো উদ্যোগ সফল হবে।
তবে বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি প্রাথমিক পর্যায়ে। দুইজনের যাকে পাওয়া যাবে, তাকে আনার চেষ্টা করবো।
তাদের আনা হলে কী দায়িত্ব দেওয়া হবে জানতে চাইলে ইমরুল হাসান বলেন, নতুন মৌসুমের প্রথম ম্যাচে তাদের স্টেডিয়ামে হাজির করা। হোম ভেন্যুতেও নেয়ার পরিকল্পনা আছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গাতেও তারা আমাদের প্রচারণায় অংশ নেবেন।