প্রিমিয়ার ব্যাংক ও এটুআই প্রোগ্রামের মধ্যে সমঝোতা চুক্তি
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মধ্যে আজ মঙ্গলবার (৩০ জুলাই) আগারগাওয়ের আইসিটি টাওয়ারে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম (এফসিএমএ) এবং এটুআই-এর পক্ষে প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. মো. আব্দুল মান্নান, পিএএ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুঠানে আরও উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এবং রিটেইল বিভাগ প্রধান শামীম মোরশেদ, ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন্স প্রধান তারেক উদ্দিন, এটুআই’র প্রোগ্রাম ম্যানেজার তহুরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।