প্রেমিকের সঙ্গে অস্ট্রেলিয়ায় সময় কাটাচ্ছেন তিশা
মডেল-অভিনেত্রী তানজিন তিশার প্রেমের গুঞ্জন মিডিয়া পাড়ায় বহুদিনের। শুরুতে কথা রটে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিবের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। জানা যায়, একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন হাবিব-তিশা। এরপর জড়িয়ে পড়েন প্রেমে।
এরই মধ্যে এই অভিনেত্রীর নতুন প্রেমে জড়ানোর গুঞ্জন উঠেছে। তিশা নাকি এখন প্রেম করছেন জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে। জাহিন ও তিশার ফেসবুক প্রোফাইলেও প্রেমের আভাস মিলেছে। তিশার সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ট ছবি দেখা গেছে জাহিনের ফেসবুক প্রোফাইলে।
প্রেমের গুঞ্জনের সত্যতা জানতে যোগাযোগের চেষ্টা করা হয় তিশার সঙ্গে। অস্ট্রেলিয়ায় থাকায় তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জাহিনের বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি।