ফিলিস্থানী মুসলমানদের নির্যাতন বন্ধে গোবিন্দগঞ্জে জাকের পাটির প্রতিবাদ মিছিল
স্টাফ রিপোর্টারঃ জাকের পাটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ফিলিস্থানী মুসলমানদের উপর নির্যাতন বন্ধে গত ২৯ নভেম্বর (শুক্রবার) দুপুর ২ টার দিকে গোলাপবাগ বাজার জামে মসজিদ প্রাঙ্গনে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জাকের পাটি গাইবান্ধা জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল হক সেলিম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ন সম্পাদক আব্দুল মতিন প্রধান বাবলু ও সদস্য কবির মোহাম্মদ দারাউস ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ফিলিস্থানী মুসলমানদের উপর নির্যাতন বন্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ার আহবান জানান।