আগরতলা বিমানবন্দরকে উন্নত ও বর্ধিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের ভেতরে জমি ব্যবহার করার অনুমতি চেয়েছে ভারত। এবছরের শেষে কিংবা পরের বছরের শুরুতে বিমানবন্দরটিকে আন্তর্জাতিকমানে উন্নীত করার কথা রয়েছে।
ডেইলি স্টার ও নিউ এজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই ২০১৮ তে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বাংলাদেশ সফরের সময় দ্বিপাক্ষিক এক মিটিংএ প্রথম এ প্রস্তাব পেশ করা হয়। এরপর গত এক বছরে একাধিকবার বিভিন্ন মিটিংয়ে এ প্রস্তাব পেশ করেছে ভারত।
তিনি আরও বলেন, অক্টোবর ২০১৮তে হওয়া ঐ মিটিংয়ে উপস্থিত সকলে প্রস্তাবটিকে ভালোভাবে নিয়েছে এতে করে দেশের একটি অংশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন বাংলাদেশ এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে ভারত কতটুকু জমি চেয়েছে সে সম্পর্কে কেউই কিছু বলেনি। আগরতলা এয়ারপোর্ট আখাউড়ার চানপুর থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। কলকাতা ও গুয়াহাটি থেকে আগরতলা বিমানবন্দরে ল্যান্ড কিংবা টেকঅফ করতে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করার প্রয়োজন হয়।
৭ আগস্ট ২০১৮ তারিখে এর নাম বদলে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট রাখা হয়।