প্রধানমন্ত্রী শেখ হাসিনা লম্বা সফর শেষে আগামী ৮ আগস্ট দেশে ফিরছেন। গত ২১ জুলাই বিভিন্ন কর্মসূচিতে যোগদানের জন্য যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী। সেখানে আগামী ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে ৭ আগস্ট বুধবার যুক্তরাজ্য থেকে রওনা হয়ে ৮ আগস্ট দেশে ফিরবেন তিনি।
রোববার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সফরসূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।