গত মে মাসে নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জয়শংকর পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পান। এর পরই ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। জয়শংকর আমন্ত্রণ গ্রহণ করেন। পররাষ্ট্রমন্ত্রী আগামী ৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব থাকবেন। তাই জয়শংকরের সফরের সময় ২০ ও ২১ আগস্ট নির্ধারিত হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এটি হবে সৌজন্য সফর।