ভুটানকে উড়িয়ে বাংলাদেশের দারুণ সূচনা
অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতার পর্দা উঠেছে বুধবার (২১ আগস্ট)। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিয়ছে ভারর, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল মুখোমুখি হবে অন্যের দলের। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের কিশোররা।
খেলতে নেমেই শুরু থেকেই আক্রমনাত্মক খেলছে তাহকে বাংলাদেশ। যার ফলে শেষ পর্যন্ত সাত গোলের ম্যাচে ৫-২ ব্যবধানে জিতেছে লাল-সবুজেরা। এই টুর্নামেন্টে রবিবার (২৫ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।