মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মুত্যু
মক্কায় আল-মুকাররমায় পবিত্র হজ পালন শেষে মো. ফখরুল ইসলাম (৭৮) নামে এক বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বি আর- ০৬৬০২৮০। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার বোয়ালিয়ায়।
শুক্রবার (২৩ আগস্ট) মক্কার মুকাররমায় অবস্থানে ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। এর আগে তিনি গত ৪ আগস্ট বেসরকারি এম এস কোহিতুর ওভারসিজ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে সৌদিয়া এয়ারলাইন্স এসবি ৩৮০৫ ফ্লাইটযোগে সৌদি আরব যান।
এদিকে পবিত্র হজ পালন শেষে গতকাল (২৩ আগস্ট)পর্যন্ত দেশে ফিরেছেন ৩০ হাজার ৩৫৪ জন হাজি। মোট ৮৩ টি ফ্লাইটযোগে তারা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইট রয়েছে।
উল্লেখ্য, হজ পালন শেষে গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে বাংলাদেশি হাজিরা দেশে ফিরে আসছেন। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী ১৫ সেপ্টেম্বর।