মক্কায় আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু
মক্কায় পবিত্র হজ পালন শেষে আল-মুকাররমায় আবদুল গনি নামে এক বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার পাসপোর্ট নম্বর- ০৩৭১৪০০, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) আল-মুকাররমায় অবস্থানকালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৪ হাজার ৭৩৫ জন হাজি। মোট ৬৮ টি ফ্লাইটযোগে তারা দেশে ফিরে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইট রয়েছে।
চলতি বছর গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারের মোট ৩৬৫টি ফ্লাইটে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ হলে সৌদি আরব যান।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।