মা-বাবার খোঁজ নেন না মালিঙ্গা, সেলাইয়ের কাজ করে চলে সংসার
ক্রিকেট বিশ্বে আলোচিত নাম লাসিথ মালিঙ্গা। বোলিং হিসেবে রয়েছে তার সুখ্যাতি। নিজের কিক্রেট ক্যারিয়ারে শ্রীলঙ্কার জন্য বয়ে এনেছেন অনেক সুনাম। জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে জিতেই মাঠ ছেড়েছেন তিনি। সতীর্থরা তাকে বিদায় সংবর্ধনাও দিয়েছেন।
ক্যারিয়ারে ক্রিকেট দুনিয়ায় একদিনের ম্যাচে ৩৩৮ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ১০১ উইকেট তার। আর টি২০ ক্রিকেটে পেয়েছেন ৯৭ উইকেট। এগুলো আমরা সবাই জানি। তবে মালিঙ্গার জীবনের একটি অন্য অধ্যায়ও রয়েছে। প্রায় ১০ বছর নিজের গ্রামের বাড়িতে যাননি মালিঙ্গা। গলের রাথগামা গ্রামে জন্ম মালিঙ্গার। সেখানেই বসবাস করে তার বাবা-মা। তবে মা–বাবার খোঁজ পর্যন্ত নেননি এই ক্রিকেটার। তারা কী অবস্থায় রয়েছেন সে খবরও রাখেননি কিন্তু সেই গ্রামের সমুদ্রের পাশে বালির মধ্যে নারকেল নিয়ে বোলিং করতেন মালিঙ্গা।
ছেলে বাড়িতে না আসলেও মা তাকে ভুলে যাননি। ঘরের দেয়ালে ছেলের খেলার নানা মুহূর্তের একাধিক ছবি টাঙিয়ে রেখেছেন মা। মা–বাবার আশা অবসরের পর ছেলে হয়ত গ্রামের বাড়িতে আসবে কিন্তু মালিঙ্কা সেখানে না গিয়ে অস্ট্রেলিয়া চলে গেছেন।