মেয়েকে ধর্ষণের সময় বাবা আটক
রাজশাহী নগরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় তাঁর সৎ বাবাকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (২৩ আগস্ট) নগরের মতিহার থানার তালাইমারি বাদুরতালা এলাকায় এ ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, নিজ বাড়িতে সৎ মেয়েকে (২৮) ধর্ষণের চেষ্টা করে কাচু। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।