রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়
স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’ সরকারি মাতামুহুরী কলেজ লামা শাখার উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) দুপুরে সরকারি মাতামুহুরী কলেজ লামা চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। এসময় কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, রক্তদান ও রক্তদানে উৎসাহী করা একটি ভাল কাজ। মানুষের অন্তিম মুহুর্তে পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় মানবতা। আমাদের এই প্রজন্মের ছেলে-মেয়েরা মানবতার শক্তিতে বলিয়ান হয়ে দেশ ও দশের জন্য কাজ করবে। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারি মাতামুহুরী কলেজ শাখা সহ উপজেলা ও পৌর কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান।