শারীরিক ত্রুটির পরেও বিশ্ব সুন্দরী হলেন বিদিশা
ভারতের উত্তরপ্রদেশের মুজফফর নগরের বাসিন্দা বিদিশা বালিয়ান জিতলেন ‘মিস ডিফ ওয়ার্ল্ড ২০১৯’ খেতাব। শারীরিক অক্ষমতার জন্য ছোট থেকেই সকলের অবজ্ঞার পাত্রী ছিলেন এই তরুণী।
ছোট বেলায় দিনি তিনি স্বপ্ন দেখতেন একদিন মিস ওয়ার্ল্ড হবেন। কী করে হবেন সেই পথ তার জানা ছিল না। তবে ছোট থেকেই নানা সৌন্দর্য প্রতিযোগিতার বিষয়ে খুঁটিয়ে পড়তেন।
সেখান থেকে খবর পেয়েই তিনি নাম লেখান বিশ্ব মূক ও বধির সৌন্দর্য প্রতিযোগিতায়। দক্ষিণ আফ্রিকায় বসেছিল এই প্রতিযোগিতার মূল পর্ব। গত ২২ জুলাই সেখানেই আরও ১১ জনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ের মুকুট ছিনিয়ে নেন তিনি। বিদিশার কথায় এবং তাণ্ডবনৃত্যে মুগ্ধ বিচারকেরা।
সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে বিদিশা লেখেন, ‘যেসব স্বপ্ন একদিন দেখতে শুরু করেছিলাম সবে তার শুরু। অনেক লড়াই আর কষ্টের পর আজ এই সম্মান আমি পেলাম। আমার মতো এরকম আরো অনেকেই আছেন যারা সঠিক সুযোগের অভাবে এখনো অন্ধকারে। অনেক পথ চলা বাকি। রবার্ট ফর্স্টের কথার সূত্র ধরে বলেন- ‘Miles to go before I sleep’।