নাব্য সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১২টার পর থেকে নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, নাব্য সংকট ও প্রবল স্রোতের কারণে অনেকদিন ধরে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিলো। পলি জমার কারণে পদ্মানদীর বিভিন্ন স্থানে ডুবোচরের সৃষ্টি হয়েছে। যার কারণে ফেরিগুলো চলতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।