শেষ ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ
হাথুরুর লঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে টাইগাররা। যার ফলে বাংলাদেশের সামনে শেষ ম্যাচে লক্ষ্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। তারই ধারাবাহিকতায় বুধবার (৩১ জুলাই) তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ সময় বিকাল ৩টায় মাঠে নামবে তামিম-মুশফিকরা।
এদিকে ২০১৫ সালের পর ঘরের মাঠে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। অপরদিকে এশিয়ার মাটিতে ২০১৪ সালের পর কখনই হোয়াইটওয়াশ হয়নি টিম-টাইগাররা। যদি তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেই বসে তাহলে ৫ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।
তার জায়গায় দলে সুযোগ হতে পারে উইকেটরক্ষক ও ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এছাড়া পেস বোলারা যেহেতু কিছুটা সুবিদা পাচ্ছেন তাই এদিন একাদশে দেখা যেতে পারে স্পীড স্টার তাসকিন আহমেদকে। যদি তাসকিন একাদশে সু্যোগ পায় তাহলে কপাল পুরতে পারে আরেক পেসার রুবেল হোসেনের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।