ডেঙ্গুর অবস্থা যেখানে ভয়াবহ, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ করে বিদেশ সফর? এ নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে দেশের সর্বত্র চলছে সমালোচনা ঝড়। এই সামলোচনার মুখে পড়ে অবশেষে স্বাস্থ্যমন্ত্রী তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার (৩১ জুলাই) দেশে ফিরছেন।
আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করবেন।
একটি নির্ভযোগ্য সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রী চোখের চিকিৎসা করাতে মালয়েশিয়ায় গেছেন। তিনি সচরাচরই এই চিকিৎসকের কাছে চোখ পরীক্ষা করিয়ে থাকেন। এবারও তার চোখ পরীক্ষা করাতেই গিয়েছিলেন বলে জানা যায়।