সানি লিওনের নম্বর পেয়ে অশালীন প্রস্তাব দিচ্ছেন ভক্তরা
সানি লিওন মানেই পর্দায় নতুন এক চমক। এই সাবেক পর্ণস্টার এখন সিনেমায় নিয়মিত। গত ২৬ জুলাই দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘অর্জুন পাতিয়ালা’ ছবিটি পেয়েছে।
আর এতে বিপদে পড়েছেন দিল্লির পুনিত আগরওয়াল নামের এক ব্যক্তি। ছবির আইটেম গানে নেচেছেন সানি লিওন।
গানের শেষে ছবির নায়ক দিলজিৎকে নিজের ফোন নাম্বার দেন তিনি। এ ক্ষেত্রে সাধারণ ভুয়া নম্বর বা অব্যবহৃত নাম্বার দেয়া হয়। কিন্তু সেটিকে সত্য ভেবে সবাই এখন সানি লিওনের সঙ্গে কথা বলতে ফোন করছেন।
পুনিত অতিষ্ঠ হয়ে পুলিশেও অভিযোগ করেছেন। তবে খুব একটা লাভ হয়নি। তিনি এতটাই বিরক্ত যে ছবির নির্মাতা কর্তৃপক্ষকে তিনি আদালত পর্যন্ত নিতে চান বলেও দাবি করেছেন!
‘অর্জুন পাতিয়ালা’ ছবিটি নায়িকার ভূমিকায় আছেন কৃতি শ্যানন এবং নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বরুন শর্মা। সূত্র: হিন্দুস্থান টাইমস