টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
শুক্রবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন এবং সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সামছুদ্দিন জেহান এর নের্তৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমার নাছের, সদর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পুর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
নুরুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নেয়াজ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর,অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, কালাদরাপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,চরমটুয়া ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু,আন্ডারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী হায়দার বকসী,বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বাবলু,কাদের হানিফ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম চৌধুরী,ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড: সিদ্দিকুর রহমান সাবু।
এসময় নেতৃবৃন্দ জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।