সিঙ্গাপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
সিঙ্গাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর আগে এ রোগে মারা গিয়েছিলেন ৫ জন। সব মিলিয়ে এবার মৃতের সংখ্যা দাড়াল ৯- এ। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দেশটির অন্তত ৫৫ হাজার মানুষ। যা গত পাঁচ বছরের সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালে ৫ জন, ২০১৭ তে ২ জন আর ২০১৬ তে ১২ জন ডেঙ্গুতে মারা গিয়েছিলেন।
দেশটিতে ডেঙ্গুর মহামারির কারণে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় গত সাত মাসে ৭২ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হার গত বছরের তুলনায় ৭২ শতাংশের বেশি বলেও জানানো হয়।
তাছাড়া বাংলাদেশে শুধু জুলাই মাসেই দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ মাসে ১৪ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর আগে সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিল ২০১৮ সালে। তখন পুরো বছরে ১০ হাজার ১৪৮ জন ভর্তি হয়েছিল। এই তথ্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের।