সিঙ্গাপুর ছাত্রলীগের সহ-সভাপতি নোয়াখালীর সজিব
বাংলাদেশ ছাত্রলীগের সিঙ্গাপুর শাখার পূর্ণাঙ্গ ঘোষণা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানী। ৬১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে নোয়াখালী ছেলে সজিব জয়কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ৩০শে জুলাই ওই কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ।
এছাড়া এই কমিটিতে মোহাম্মদ সোহাগকে সভাপতি ও জে.পি তালাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সজিব জয় নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য ছিলেন।