সিরাজগঞ্জে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে আরও নতুন ২৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে ৬৩ জন। সদর হাসপাতালে ১৮ জন নতুন ডেঙ্গু রোগীসহ ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ১মাসে ৪৯০জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে ৪২৭ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হয়ে হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছে। এখন পর্যন্ত জেলায় একজন ডেঙ্গু রোগী মারা গেছে।
এই বিষয়টি সিরাজগঞ্জ সিভিল সার্জন জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। এদিকে সিরাজগঞ্জ পৌরসভা থেকে শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিস্কার ও মশা নিধনে স্প্রে করা হচ্ছে।