সুজনকে নিয়ে এবার মুখ খুললেন তামিম
চার বছর ঘরের মাঠে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি শ্রীলঙ্কা। সাঙ্গাকারা, জয়াবর্ধনে এবং তিলকারত্নে দিলশানদের একসঙ্গে অবসরের কারণে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কার জন্য। অবশেষে সেই জয়টা এলো লঙ্কানদের ঘরে।
ঘরের মাঠে অবশেষে তারা সিরিজ জয় করতে পারলো। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিলো শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বাংলাদেশ। তামিম ইকবালের দলকে দ্বিতীয় ম্যাচেও হেসে-খেলে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। হাতে ছিল তখনও ৩২ বল। অর্থ্যাৎ, ৫.২ ওভার। আভিসকা ফার্নান্দো আর অ্যাঞ্জেলো ম্যাথিউজের ব্যাটেই জয়ের দেখা পেয়েছে স্বাগতিকরা।
সিরিজ হারের পর নতুন করে এই বিতর্ক তৈরি হয়েছে। তবে মূল বিষয় তার অধীনে সিরিজই হারল বাংলাদেশ। এর আগেও তার অধীনে ঘরের মাঠে ফাইনালসহ টানা দুইটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে দলের ব্যর্থতার জন্য কোচের ওপর দায় চাপানোতে আপত্তি বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে তিনি জানিয়েছেন, কোচ তার সর্বোচ্চটা চেষ্টা করছেন।
তামিম বলেন, ‘যখন আমরা ভালো খেলছি না তখন তার দায় কোচের ওপর দেওয়া ঠিক না। আমরা যখন ভালো করছি না তখন কোচকে দায় দেওয়ার মানে হয় না। আমার ধারণা কোচ তার সেরাটাই দিয়েছেন, আমাদের জন্য সেরা ফ্যাসিলিটিজের ব্যবস্থা করেছেন। সব খেলোয়াড়কে প্রস্তুত হওয়ার সবটুকু সুযোগই তিনি দিয়েছেন। সর্বোচ্চই দিয়েছেন, সম্ভাব্য সেরাটুকুই।’
তিনি আরও বলেন, ‘তাকে দায় দেওয়া ঠিক হবে না। বরং যে এগারোজন আমরা মাঠে ছিলাম তারা নিজেদের কাজটা করতে পারিনি বলেই হেরেছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বুধবার (৩১ জুলাই) সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে তামিম ইকবালের দল। বাংলাদেশ সময় বিকেল তিনটায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা।