সেই চুম্বন দৃশ্য নিয়ে যা বললেন রাশমিকা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত শুক্রবার (২৬ জুলাই) মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর ডিয়ার কমরেড সিনেমাটি। তার বিপরীতে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা।
সিনেমাটি মুক্তির আগে এর ট্রেইলারে বিজয়ের সঙ্গে রাশমিকার চুম্বন দৃশ্য নিয়ে বেশ আলোচনা হয়। এমনকি এরপর ইন্ডাস্ট্রিতে তাদের প্রেমের গুঞ্জনও চাউর হয়। তবে সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন রাশমিকা।
বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি অস্বীকার করেন রাশমিকা। পাশাপাশি জানান, তিনি এখনো সিঙ্গেল।