সেই সমালোচিত ধর্মসেনার পাশে আইসিসি
২০১৯ বিশ্বকাপ ফাইনালে ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ছয় রান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন আম্পায়ার কুমার ধর্মসেনা। সারা বিশ্বের ক্রিকেট প্রেমিদের মধ্যে তৈরি হয় নতুন ক্ষোভ।
অন্যদিকে, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচে ওই সিদ্ধান্তের জেরে সাইমন টফেলের মতো প্রাক্তন আম্পায়ার পরিষ্কার বলে দিয়েছিলেন, ছয় রান দেওয়াটা ঠিক হয়নি। নিয়মতো ওই ওভারথ্রোয় পাঁচ রান হওয়ার কথা। এর পরে ধর্মসেনা ভুল স্বীকার করে নিলেও জানিয়েছিলেন, তিনি অনুতপ্ত নন। এবার আইসিসি মুখ খুলল এই বিতর্কিত ঘটনা নিয়ে।
ধর্মসেনার ওই সিদ্ধান্ত এবং ম্যাচে বাউন্ডারি মারার যে নিয়মে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল, তার সমালোচনায় মুখর হয়েছিলেন সাধারণ ক্রিকেট ভক্ত থেকে প্রাক্তন ক্রিকেটারেরা। আইসিসি কর্তা বলেছেন, ‘ব্যাটসম্যানরা একে অন্যকে পার করে গিয়েছে কি না, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় আম্পায়াররা নিয়মের ব্যাপারটা জানতেন।’
এখানে অনেকে প্রশ্ন তুলেছেন, কেন এ ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হয়নি? এর ব্যাখ্যাও দিয়েছেন অ্যালার্ডিস। বলেছেন, ‘প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ওই ব্যাপারে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া যেত না। আর ম্যাচ রেফারিও এ ক্ষেত্রে আম্পায়ারদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারতেন না।’
তবে তিনি আরও জানিয়েছেন, পুরো ফাইনাল নিয়েই আইসিসি ক্রিকেট কমিটি আলোচনা করবে। যে কমিটির নেতৃত্বে আছেন অনিল কুম্বলে। তবে ২০২০ সালের আগে এই কমিটি বৈঠকে বসছে না। ম্যাচ এবং সুপার ওভারে টাই হওয়ার পরেও কোনভাবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার ভাবনা আইসিসির ছিল না, তাও জানিয়েছেন অ্যালার্ডিস।