জয়পুরহাট জেলার আক্কেলপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয় শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া এসময় আহত তিন শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
বুধবার (৩১ জুলাই) সকালের দিকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।