হট প্যান্টে সবাইকে তাক লাগিয়ে দিলেন জয়া
জয়া আহসান শুধু বাংলাদেশ নয় কলকাতাতেও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। নিজের বয়স কখনই বলেন না তিনি। জয়ার বয়স কত জিজ্ঞাস করলে তিনি শুধু মিষ্টি হাসি উপহার দেন।
গত শুক্রবার (২ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে সবার নজর কেড়েছেন জয়া। সেখানে অভিনেত্রীকে দেখা গেছে হাফ প্যান্ট পরনে। অফ হোয়াইট হাফ প্যান্ট ও সাদা শার্টে ফটোশুটের ছবিটি দিয়ে তিনি চমকে দিলেন সকলকে। জয়াকে বেশিরভাগ শাড়িতেই দেখা যায়। ওয়েস্টার্ন পোশাকের জয়াও দৃষ্টিনন্দন। তবে শর্ট প্যান্ট পরা জয়া এবার নিজের আগের চেনা রূপটাকে ভেঙে দিতে চাইলেন যেন।