হাজারীবাগে আগুন, বাবা-ছেলেসহ দগ্ধ ৩
রাজধানীর হাজারীবাগে একটি খাবারের দোকানে গ্যাস লিকেজ হয়ে আগুনে বাবা-ছেলেসহ তিন জন অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শহিদের ভাই শাহীন জানান, ‘তাদের বাসা গনকটুলিতে। বাড়ির পাশে তাদের একটি খাবারের দোকান রয়েছে। দোকানে সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন লেগে যায়। এতে তার বাবা-ভাই ও দোকান কর্মচারী দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’