হাসপাতালেই ‘ডেঙ্গু’ রোগীর মৃত্যু
সারাদেশে ডেঙ্গু ভয়াবহ রুপ নিয়েছে। ইতমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে আজ সোমবার (২৯ জুলাই) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নিহতের নাম- জুয়েল মাহমুদ নয়ন (৩৮)।
নিহতের স্বজনরা জানায়, শরীরে জ্বর অনুভব করায় নয়নকে গেল শনিবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান তিনি ডেঙ্গু আক্রান্ত। পরবর্তীতে নয়নকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন নিহতের স্বজনরা। সোমবার দুপুরে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকায় নেয়ার সময় হাসপাতালেই মারা যান তিনি।