হিন্দুদের মধ্যেই তালাক হয় বেশি: ভারতীয় মুসলিম নেতা
মুসলিম মহিলা বিল (বিবাহ অধিকার সংরক্ষণ) ২০১৯-এর তীব্র বিরোধিতা করছেন এআইইউডিএফ সুপ্রিমো ও পার্লামেন্ট সদস্য বদরুদ্দিন আজমল। আসামের ধুপড়ির এমপি বদরুদ্দিন আজমল কেন্দ্রের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করে বলেন, এই সরকার কেন্দ্রের ক্ষমতায় আসার পর মুসলিম মহিলাদের একটি সমস্যারও সমাধান করেনি।
শুক্রবার (২ আগস্ট) হোজাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তালাক প্রক্রিয়া মুসলমানদের চেয়ে হিন্দু সমাজে বেশি। মুসলমানদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার ২৬ শতাংশ হলেও হিন্দু সমাজে তা ৬৮ শতাংশ।
বিজেপিকে মুসলিম বিরোধী আখ্যা দিয়ে আজমল বলেন, বিজেপি সরকারের লক্ষ্যই হলো মুসলিমদের বিরুদ্ধে বিল পাস করা। তিনি বলেন, তালাক দেয়া হলো মস্ত ভুল করা। তিন তালাক হলে মুসলিমরা খুব লজ্জা পায়। গত দেড় বছর থেকে বিজেপি সরকার মুসলিমদের জন্য কোনো উন্নয়নমূলক কাজে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র হিন্দু-মুসলিম রাজনীতি নিয়েই পড়ে রয়েছে। এতে কোনো সম্প্রদায়েরই লাভ হবে না। সূত্র: যুগশঙ্খ-টিডিএন