৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক
বাগেরহাটের মোরেলগঞ্জ খণিরখণ্ড গ্রামে ধর্ষণের ফলে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর মেয়েটির মা সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মেয়েটির মা মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত মুজাহিদ হাওলাদারকে (২২) আটক করেছে পুলিশ।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মণ্ডল বলেন, মেয়েটির মায়ের অভিযোগ আমলে নিয়ে আমরা অভিযুক্তকে আটক করেছি। পরীক্ষার জন্য মেয়েটিকে বুধবার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।